সাইবার নিরাপত্তার বিষয়ে ৫০ শতাংশ ব্যাংক কর্মকর্তারই ধারণা নেই বলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজনেন্টের (বিআইবিএম) এক গবেষণায় উঠে এসেছে। এরমধ্যে ২৮ শতাংশ ব্যাংকের কর্মকর্তা এ সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ও ২২ শতাংশ কর্মকর্তা অজ্ঞ।
অপরদিকে ৪ শতাংশ ব্যাংক কর্মকর্তার খুবই ভালো ধারণা রয়েছে। ১০ শতাংশ কর্মকর্তার ভালো ধারণা ও ১৬ শতাংশ কর্মকর্তার মোটামুটি ধারণা রয়েছে। অপরপক্ষে সাধারণ ধারণা রয়েছে ২০ শতাংশ ব্যাংক কর্মকর্তার।
মোট ২১টি ব্যাংকের উপর পরিচালিত গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে। এসব ব্যাংকের মধ্যে রাষ্ট্রয়াত্ত ৩টি, বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক ১টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ১৪টি এবং ৩টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ব্যাংকগুলো তথ্য-প্রযুক্তি নিরাপত্তা’ শীর্ষক এক কর্মশালায় মঙ্গলবার (১৬ মে) এ গবেষণাপত্রটি উপস্থাপন করেন বিআইবিএম’র সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম।
রাজধানীর মিরপুর অবস্থিত বিআইবিএম অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের গ্রাহকদের মধ্যে ৫৪ শতাংশ গ্রাহকের সাইবার নিরাপত্তা নিয়ে তেমন কোন ধারণা নেই। তবে ৭ শতাংশ গ্রাহকের খুবই উচ্চ ধারণা, ১১ শতাংশ গ্রাহকের বেশ ভালো ধারণা ও ১৩ শতাংশ গ্রাহকের ভালো ধারণা রয়েছে। মোটামুটি ধারণা রয়েছে ১৫ শতাংশ গ্রাহকের।
৫২ শতাংশ ব্যাংক তথ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলেও গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। এরমধ্যে ১৬ শতাংশ খুবই উচ্চ ঝুঁকিতে এবং ৩৬ শতাংশ ব্যাংক উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।
খুবই উচ্চ ঝুঁকিতে থাকা ব্যাংকগুলো মনে করছে, বর্তমানে তাদের যে সাইবার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা ভাইরাস বা অন্য কোন ধরনের আক্রমণের মুখে পড়লে তা প্রতিরোধ করতে পারবে না। অপরদিকে উচ্চ ঝুঁকির মুখে থাকা ব্যাংকগুলো মনে করছে, তারা যে কোন মুহূর্তে সাইবার আক্রমণের শিকার হতে পারে।