অনলাইন ডেস্কঃ
বগুড়ায় স্কুলছাত্র মাসুক ফেরদৌস খুন হবার ঘটনায় ক্রিকেটার মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদসহ বিরুদ্ধে ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাসুকের বাবা জাসদ নেতা অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় এ মামলা করেন।
এর আগে গেলা শনিবার শহরতলীর মাটিডালী হাজিপাড়ায় এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্র মাসুক ফেরদৌসকে (১৫) হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মাশুক এসওএস হ্যারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ৯টায় স্থানীয় কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে বাড়ির পাশে মাশুকের মাথায় ইটের আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, একটি স্কুলের পরিচালনা কমিটি গঠন নিয়ে মাশুকের পিতা জাসদ নেতা এমদাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই মাশুককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।