অনলাইন ডেস্ক:
২ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সভায় আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোতে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ৯২৯ কোটি ৯৭ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৭৯৩ কোটি ৬৪ লাখ টাকা নেওয়া হবে।
(Visited ৪ times, ১ visits today)