ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেত্রী মৌসুমী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যানপেজ খুলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে দেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অনলাইন ভার্সন।
এ খবরটিকে মিথ্যা-ভিত্তিহীন বলে মন্তব্য করেছেনমৌসুমীর স্বামী নন্দিত অভিনেতা ওমর সানী। সত্যতা যাচাই না করে এ ধরনের খবর প্রকাশ থেকে বিরত থাকতেও অনুরোধ করেছেন তিনি।
অভিনেতা ওমরা সানী বলেন, দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা কিভাবে এমন একটি মিথ্যা খবর প্রকাশ করলো! কেউ মৌসুমীর ফ্যানপেজে যুক্ত হবেন না। কেউ যুক্ত হয়ে প্রতারিত হলে তার দায় নিজেকেই বহন করতে হবে।’
সম্প্রতি দেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকা অনলাইন ভার্সনের প্রকাশিত খবরে জানায় ‘ফ্যানপেজ খুললেন অভিনেত্রী মৌসুমী’। গত ২৯ এপ্রিল যাত্রা শুরু করেছে তাঁর পেজটি। এরই মধ্যে ১১হাজারেরও বেশী লাইক সংগ্রহিত হয়েছে পেজটিতে।
(Visited ২ times, ১ visits today)