অনলাইন ডেস্ক:
নামাজ আদায়ের সুবিধার্থে ভ্রাম্যমাণ (মোবাইল) মসজিদের পর এবার বাণিজ্যিকভাবে বাজারে আসছে মাশাবিয়া নকশায় নির্মিত বহনযোগ্য মসজিদ। বহনযোগ্য মসজিদ নির্মাণে এগিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। কোথাও বেড়াতে গেলে সঙ্গে করে বহন করা যাবে এ মসজিদটি। মসজিদের নির্মাতা প্রতিষ্ঠান হলো আম্বার পাম গ্রুপ। খবর খালিজ টাইমস।
বহনযোগ্য এ মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে অম্বর নামের এক ধরনের (পাথর) ধাতব পদার্থ। মসজিদটিতে ধাতব পদার্থের (পাথর) পরিমাণ ৭৫ শতাংশ। ১০ লাখ দিরহামে (প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা) বহনযোগ্য মসজিদটি কিনতে পারবের ক্রেতারা।
(Visited ৭ times, ১ visits today)