ঢাকার চলচ্চিত্রে আকাশছোঁয়া তারকাখ্যাতি পেয়েছেন অপু বিশ্বাস। শাকিব-অপু জুটি এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করছেন। অপু বিশ্বাস একজন নৃত্যশিল্পী, চিত্রনায়িকা এবং তিনি একজন মা। শাকিবের ঔরসজাত সন্তান আব্রাম খান জয়ের মা অপু। নয় বছর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে অপুর। দীর্ঘদিন এ খবর গোপন রাখার পর গত এপ্রিল মাসে অপু নিজেই তা জানালেন টিভি পর্দায়। এরপর তো শাকিব-অপুর ছেলে আব্রাম রীতিমতো তারকা।
কেমন আছেন আব্রামের মা? অপু বলেন, ‘এখন তো আব্রামকে ঘিরেই আমার সবকিছু। ওকে রেখে কোথাও যাওয়া যায় না। সারাক্ষণ আব্রামের সঙ্গেই থাকতে হয়। মা হওয়ার আগে কখনো বুঝতামই না মা হওয়াটা যে কতটা আনন্দের। সন্তানের খাবার থেকে শুরু করে ঘুম সবকিছুতেই খেয়াল রাখতে হয়। ওর ময়লা কাপড়গুলোও আমাকেই পরিষ্কার করতে হয়।’
অপু জানান, গত শবেবরাতে ছেলেকে দেখে যান শাকিব। ছেলের জন্য নানা উপহারও নিয়ে আসেন। সিনেমায় ফেরা প্রসঙ্গে অপু বলেন, ‘সিনেমায় অভিনয় করার জন্য নিজেকে প্রস্তুত করছি। মা হওয়ার সময় তো মেয়েদের শারীরিক গড়নে কিছু পরিবর্তন আসে। সেখান থেকে আবারও সিনেমার জন্য নিজেকে তৈরি করতে একটু সময় তো লাগবেই। আশা করছি শীঘ্রই, আটকে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করব।’
অপুর আটকে থাকা ছবিগুলো হচ্ছে, রাজনীতি, পাঙ্কুজামাই, মাই ডার্লিং, মা, ভালোবাসা ২০১৭। এ ছাড়া নতুন বেশ কিছু সিনেমায় কাজের ব্যাপারেও নির্মাতারা যোগাযোগ করছেন বলে জানান অপু।
ঢাকাই সিনেমায় অপু বিশ্বাসের অভিষেক ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এরই ধারাবাহিকতায় শাকিব-অপু জুটি ঢালিউডে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেন। অপুর ক্যারিয়ারের প্রায় সব সিনেমায় নায়ক শাকিব।
অপু বিশ্বাসের জন্ম বগুড়া জেলার সদর থানার সাতমাথা এলাকায়। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট মেয়েটিই হচ্ছেন অপু। জন্মসূত্রে বগুড়ায় তার শৈশব ও কৈশোর কেটেছে। অপুর প্রথম স্কুল এসওএস হারম্যান মেইনার। এরপর আলোর মেলা, ক্রিসেন্ট হাইস্কুল এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শুরুতে মূলত বাবা-মায়ের যৌথ উৎসাহেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখা শুরু করেন। শিল্পকলা একাডেমি এবং নৃত্যাঞ্চলে নাচ শিখেছেন এই নায়িকা।