রির্পোট ঃ মোঃ শাহাজাদা হিরা.
নাগরিক সাংবাদিক, বিপিপি, বরিশাল.
গত ২৯ নভেম্বর সকাল ৯:০০টায় টাঙ্গাইল বাসির গর্ভ লৌহজং নদী দখলমুক্ত করার ঘোষনা দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে প্রচার প্রচারনা। দীর্ঘ ৫০ বছর পর দখল হয়ে যাওয়া নদী দখলমুক্ত করার অংশ হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব মাহবুব হোসেন এর আমন্ত্রনে বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান এর পক্ষ থেকে বরিশাল সিটিজেন জার্নালিস্ট দের এক বৃহত্তর টিম ২৮ নভেম্বর টাঙ্গাইল অভিমুখে যাত্রা করে। “দামাল ছেলে কোদাল ধরো , লৌহজং উদ্ধার করো ” এই স্লোগান নিয়ে বরিশাল সিটিজেন জার্নালিস্ট টিম নেমেছিল লৌহজং নদী উদ্ধার কার্যক্রমে। কোদাল দিয়ে মাটি কেটে নিজেরাই টুকরি ভরে মাটি ফেলেছে । শহরের প্রতিটি মূল মূল অলী গলিতে বরিশাল বাসির শুভেচ্ছা ও লৌহজং নদী দখলমুক্ত করার স্লোগান নিয়ে র্যতলি করে তারা। বরিশাল সিটিজেন জার্নালিস্ট টিম এর কার্যক্রম শেষ করে তারা ৩০ নভেম্বর ফিরে আসে। ফিরে এসে তার বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান স্যারকে বরিশাল সিটিজেন জার্নালিস্ট টিম এর পক্ষ থেকে শুভেচ্ছা যানানো হয়।