মানুষ মানুষের জন্য ফেইসবুক গ্রুপের উদ্যোগে বিশ্ব মা দিবসে গরীব ও দুঃস্থ মায়েদের মাঝে কাপড় বিতরন করা হয়।কাপড় বিতরন করেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম,বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি( দক্ষিণ) জনাব মোঃ রউফ খান,বিএম কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগন,কোতয়ালী থানার ওসি,অনুষ্ঠানের উদ্যোক্তা ও গ্রুপের এডমিন মোঃ মারুফ হোসেন।উল্লেখ্য গত ৮ মে কাপড় বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান,পিপিএম,বিপিএম।পরে নগরীর বৃদ্ধাশ্রমে কাপড় ও খাবার বিতরন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।উল্লেখ্য ফেইজবুক গ্রুপটি ভাচূয়াল থেকে বাস্তবে এসে বিভিন্ন সামাজিক কাজ করে সকলের প্রশংসা জুগিয়েছে।
(Visited ৬ times, ১ visits today)