নিজস্ব প্রতিবেদক ॥ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালইজড ও জন্মগত ভাবে হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির আওতায় চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই চেক বিতরন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়’র উপপরিচালক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান। এসময় জেলার ৩৩ জন রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়’র সহকারি পরিচালক আখতারুজ্জামান মামুন, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ অনান্যকর্মকর্তাবৃন্দ।