বনানীর দ্য রেইন ট্রি হোটেলে ‘ধর্ষিতা’ দুই তরুণীর একজনের বাড়ির সামনে ডিবি পুলিশ পরিচয়ে দুই অস্ত্রধারী তথ্য সংগ্রহের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই দুই ব্যক্তি অদৌ ডিবি পুলিশের সদস্য কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এ সময় তারা ওই বাড়ির দারোয়ান ও আশপাশের লোকজনকে ভিকটিম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে।
স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৪ মে) সন্ধ্যার পর অস্ত্রধারী দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই বাসার সামনে গিয়ে জানতে চায় যে বাড়িটিতে ওই ভিকটিম থাকেন কিনা। কিন্তু দারোয়ান ও আশপাশের বাসার লোকজন এ ব্যাপারে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে। পরে বিষয়টি গুলশান থানা পুলিশকে জানানো হয়।
এ প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘আমরা ব্যাপারটি জানতে পেরেছি। দারোয়ান ও আশপাশের লোকজন তথ্য না দিলে তারা দ্রুত ওই স্থান ত্যাগ করে। ব্যাপারটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
গত ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় বনানী থানায় মামলা করেন এক ভিকটিম। মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ। এরইমধ্যে সাফাত আহমেদ ও তার সহযোগী সাদমান সাকিফকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে আছেন।
মামলার অন্য তিন আসামীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।