রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া ।। অ্যাডিলেড টেস্ট জিতে হোয়াইটওয়াশ এর লজ্জা এড়ালো স্বাগতিকরা।। তারপরও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।। নিজেদের প্রথম ইনিংসে সবাইকে চমকে দিয়ে ৯ উইকেটে ২৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লিসিস। । এরপর ইনিংসে অস্ট্রেলিয়া ৩৮৩ রান তুলতে সমর্থ হয়।। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড দাড়ায় ১২৪ রান।। দ্বিতীয় ইনিংসে ২৫০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা , অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাড়ায় ১২৭ রানের ।।ছোট টার্গেট ৩ উইকেট হারিয়ে টপকে যায় অস্ট্রেলিয়া।।
ম্যাচের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজা।। আর সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার বলার ভারনন ফিলান্ডার।।
(Visited ৩ times, ১ visits today)