অনলাইন ডেস্কঃ
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৮০ জন পরীক্ষার্থীর মেধাক্রমের ভিত্তিতে কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষসহ (এনটিআরসিএ) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগবঞ্চিত চাঁপাইনবাবগঞ্জের মো. আবদুল্লাহ, মুরশিদা খাতুন, সোহেল রানা, সেলিম রেজা, আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন, রেজাউল করিমসহ ১৮০ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে উক্ত রুল জারি করেন হাইকোর্ট।