অনলাইন ডেস্কঃ
রাজধানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রাজনৈতিক দলের নেতা বা কোটিপতি যেই হোক— এ ঘটনায় দোষীদের শাস্তি হবে, বিচার হবে।’
ফেনী মিজান ময়দানে আজ রোববর রাতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সমাবেশে এ কথা বলেন তিনি।
ধর্ষণের ঘটনার তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলায় দোষী হলে কেউ ছাড় পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের চোখে সব সমান। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এ ঘটনায় দোষীদের শাস্তি হবে। কে সমাজের অধিপতি, কে রাজনৈতিক দলের নেতা বা প্রশাসনের লোক তা দেখা হবে না। আইনের চোখে সব সমান। দোষীদের শাস্তি হবে, বিচার হবে।’
আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘আপনাদের সকলের সহযোগিতায় আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে পেরেছি। ৭৫-এর পর থেকে তারা বিভিন্ন নামে বিভিন্ন ভাবে আত্মপ্রকাশ করে। আমাদের নিরাপত্তা বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষতার সঙ্গে খুব সফলভাবে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমরা জঙ্গি নির্মূল করেছি বলি না, নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি গত নির্বাচনে না এসে ভুল করেছে। তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। এ দেশের মানুষ তার দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। নির্বাচন সময় মতো হবে। তারা সময়মতো ঠিকই নির্বাচনে আসবে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী পৌর চত্বরে বাংলাদেশ কৃষকলীগ ফেনী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।