গতকাল ১৩ মে নগরীর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন এর উদ্ভোধন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। এছাড়াও সম্মেলনের প্রধান বক্তা হিসেবে মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এড. এ.কে.এম জাহাঙ্গীর এবং বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন। কাউনিয়া ব্রাঞ্চ রোড, পুলিশ সেকশন মাঠে সকাল ১০ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ভোধন হয়।
উদ্ভোধক এড.গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন আমাদের দুটি নির্বাচন সামনে একটি সিটি ও সংসদ নির্বাচন।নির্বাচনে জয় লাভ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা এড. এ.কে.এম জাহাঙ্গীর বলেন মহানগর আওয়ামীলীগ কে শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে ইউনিট কমিটি গঠন করা হবে
বিশেষ অতিথির বক্ত্যব্যে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘ ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগকে পূর্বের মতোই ঐক্যতার ভিত্তিতে কাজ করতে হবে যাতে বরিশাল মহানগর আওয়ামীলীগ একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভ করে।’
৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফার“ক হুমায়ূন এর সভাপতিত্বে সম্মেলন এ আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ এর তথ্য ও গবেষনা সম্পাদক হাসান মাহামুদ বাবু, প্রচার সম্পাদক গোলম সরোয়ার,যুবলীগ নেতা এড. রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক গাজী নইমুল ইসলাম লিটু, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, মহানগর ছাত্রলীগ নেতা রইছ আহমেদ মান্না, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরিশাল জেলার সদস্য সচিব মোঃ শাহারিয়ার কবির রিজন, মহানগর সে”ছা সেবক লীগ এর আহবায়ক আজিজুল হক শাহীন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র, প্রমূখ ।
১ম অধিবেশনের সভাপতি সমাপ্তি ঘোষনা করে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
২য় অধিবেশনে বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে এড. এ.কে.এম জাহাঙ্গীর নতুন কমিটি গঠনের জন্য নাম আহ্বান করেন। এ সময়ে ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ কমিটি গঠনের জন্য বরিশাল মহানগর আওয়ামীলীগকে দায়িত্ব প্রদান করেন।