রবিবার , ১৪ মে ২০১৭ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

লিজা আক্তারের নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৪, ২০১৭ ১:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥

“বেপরোয়া মাহিন্দ্র চলাচল বন্ধ করো করতে হবে” এই স্লোগানে বেপরোয়া ভাবে মাহেন্দ্র চলাচলের কারনে মর্মান্তিক দূর্ঘটনায় বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী লিজা আক্তারের নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে সরকারি বিএম কলেজের শহীদ মিনার গেটে বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএম কলেজ শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক স. ম ইমানুল হাকিম, উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান খানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় বক্তারা বলেন, মাহেন্দ্র, ইজি বাইকগুলো ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করে এবং বেপরোয়া গতিতে চলাচল করে। আর এর ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা এবং ঝড়ে পড়ছে তাজা প্রান গুলো। এসময় তারা আরো বলেন, নগরীর সড়ক ও মহাসড়কগুলোতে মাহেন্দ্রসহ অন্যান্য বাহনের গতিসীমা নির্দিষ্ট করে দেয়া উচিত। এতে দুর্ঘটনার সংখ্যা অনেকাংশে কমে যাবে। এছাড়াও এসব মাহেন্দ্রগুলোতে অদক্ষ ও লাইসেন্স বিহীন চালকরা চালিয়ে থাকে। তাই এ সকল গাড়িগুলোর উপর অতিসত্বর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরী বলে মনে করেন তারা। এসময় তারা লিজা আক্তারের নিহতের ঘটনায় দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন বক্তারা।

ফটোগ্যালারীঃ

ছবিঃ নওরোজ কবির।

Image may contain: 7 people, people standing, crowd and outdoor

Image may contain: 3 people, people standing, wedding, tree and outdoor

Image may contain: 1 person, crowd, tree and outdoor

Image may contain: car and outdoor

Image may contain: 3 people, outdoor

Image may contain: 1 person, selfie and closeup

ছবিঃ নিহত লিজা।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি