যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কয়েকটি মসজিদে নাম উল্লেখ না করে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।। মোট ৩ টি মসজিদে এই চিঠি পাঠানো হয়েছে।। চিঠিগুলিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের পদ গ্রহন করার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রকে মুসলমান মুক্ত করা হবে।। তিনটি চিঠির লেখা একই ছিল এবং সেগুলো লস অ্যাঞ্জেলেসের কোন একটি পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে।। চিঠিতে আরো বলা হয়, ‘তোমরা যারা মুসলমান, তাদের উচিত হবে তল্পিতল্পা গুটিয়ে কেটে পড়া।।’
তবে কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।।
সুত্র:: রয়টার্স।।
(Visited ৬ times, ১ visits today)