বানরীপাড়ায় জেলা পুলিশ”র উদ্যোগে আয়োজিত ও বানারীপাড়া থানার অফিসার ইন চার্জ মো:সাজ্জাদ হোসেন সভাপতিত্বে এক “পারসেপশন সার্ভে”নামক উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পু্লিশ সুপার, এস এম আক্তারুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বরিশাল জেলায় মাদকর বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে পুলিশকে নির্দেশনা দেন।’
ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে মাদক নামক বিষ বৃক্ষকে চিরতরে বিদায় করার প্রতিজ্ঞায় বরিশাল জেলা পুলিশ মাদক নির্মূল ও মাদকের ব্যবহার বন্ধে সচেতনতা মূলক প্রচারনা,সভা,সমাবেশ ও ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। পোস্টার লিফলেট বিতরন সমাজের সকল শ্রেনী পেশার মানুষদের নিয়ে আলোচনা সভা ইত্যাদি এখন বরিশাল জেলা পুলিশের রুটিন কাজ হয়ে গেছে।এরই ধারাবাহিকতায় বরিশালের বানরীপাড়া থানা এলাকায় আজ শনিবার ১৩ মে অনুষ্ঠিত হয় পারসেপশন সার্ভে।
কাগজে লেখা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ও মাদকের গডফাদার, বিক্রেতা,সেবনকারি,বহনকারি সহ মাদকের সাথে জড়িৎদের নাম ঠিকানা গোপনভাবে লিখে দেয়ার জন্য দুটি কাগজ প্রদান করা হয় উপস্থিতিদের হাতে। তা পুরন করে ফেরৎ নেয়া হয়।
পারসেপশন সার্ভে সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি বৃন্দ,মুক্তিযোদ্ধা,ছাত্র,শিক্ষক, সাংবাদিক,এনজিও সংগঠন,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা