নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীদের টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘মানুষকে আত্মকেন্দ্রিক ও অহংকারী করে তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এসব মাধ্যম শিক্ষার্থীদের লেখাপড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব মাধ্যম শিক্ষার্থীদের চিন্তাশীলতাকে নষ্ট করে দিচ্ছে।’
আজ শনিবার ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের দুই সপ্তাহব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।
ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়ায় শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে বলে মনে করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বই মানুষকে চিন্তাশীল করে। নেতৃত্ব অর্জনে বই পড়ার কোনো বিকল্প নেই।’
অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষকদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘শিক্ষার্থীদের ভালোবাসতে হবে, তাদেরকে উৎসাহ দিয়ে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।’
লেখাপড়া ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে থাকা বিশেষ গুণ ও আগ্রহের যায়গাটি শনাক্ত করে সেগুলোর পরিচর্চা করতে শিক্ষকদের পরামর্শ দেন তিনি।