উগান্ডায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে ।। উগান্ডার পশ্চিমাঞ্চলে কাসিস শহরে শনিবারে সংঘর্ষে ১৪ পুলিশ কর্মকর্তা ও ৪১ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে।। মিলিশিয়া সদস্যরা উপজাতীয় রাজার অনুগত বিচ্ছিন্নতাবাদী সংগঠনের লোক বলে নিশ্চিত করেছে উগান্ডার পুলিশ।।
(Visited ৭ times, ১ visits today)