একটি সৌদি টেলিকম কোম্পানিকে সাড়ে চার ঘন্টা সময় দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ক্রিশ্চিয়ানো রোনালদো। বিনিময়ে ওই সৌদি কোম্পানিকে কত টাকা গুনতে হয়েছিল জানেন?
চার বছর আগে সংশ্লিষ্ট সৌদি কোম্পানিটিকে ৯ লক্ষ পাউন্ডের সামান্য কিছু বেশি দিতে হয়েছিল ‘সিআর সেভেন’কে। ‘ফুটবল লিকস: দ্য ডার্টি বিজনেস অব ফুটবল’ থেকে এই তথ্য প্রকাশ করেছে স্পোর্টস মেইল। ২০১৩ সালে সৌদি টেলিকম কোম্পানির সঙ্গে রোনালদোর একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, রোনালদো একটা ফটোশ্যুট করেছেন, পাঁচটা জার্সিতে সই করেছেন—মোট সাড়ে চার ঘণ্টা সময় দিয়েছিলেন রিয়াল তারকা। এক বেলার এই কাজের জন্য পর্তুগিজ তারকা নিয়েছিলেন ৯ লাখ ২০ হাজার পাউন্ড।
এই সাড়ে চার ঘন্টার বাইরেও আরও দু’টি কাজ করতে হয়েছিল রোনালদোকে। নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে কোম্পানির নামটা দু’ বার ব্যবহার করতে হয়েছিল আর তার ছবি বিজ্ঞাপনে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন সৌদি কোম্পানিকে। সেই সঙ্গে তার ছবি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাইরে ব্যবহার করা যাবে না, এমন শর্তও চাপিয়েছিলেন সিআরসেভেন।