নিজস্ব প্রতিবেদকঃ
শিগগিরই ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। নতুন এই বিভাগের নাম হবে ‘পদ্মা’।
ফরিদপুর শহরের পৌর বাস টার্মিনালে আজ শনিবার দুপুরে মোটর ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
নিহত কিছু শ্রমিকের পরিবারের কাছে অনুদানের অর্থ হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শ্রমিক ও মালিকদের আপত্তি আছে, এমন কোনো আইন এই দেশে তৈরি হবে না। সবার স্বার্থ রেখে শ্রম আইন হবে।
২০১৮ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হবে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের।
ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির।
অনুষ্ঠানের শেষে মন্ত্রী নিহত ৩০ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেন।