সোমবার , ২৮ নভেম্বর ২০১৬ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কাস্ত্রোর সেরা ১০ বিখ্যাত মন্তব্য!!

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ২৮, ২০১৬ ১২:১৩ পূর্বাহ্ণ

রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.

১…’আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান। এভাবে আমি হিমালয় দেখার অভিজ্ঞতাই লাভ করলাম।’

২…‘আমাকে দোষী সাব্যস্ত করতে পারেন। তাতে কিছু যায় আসে না। ইতিহাস আমাকে নির্দোষ বলবে।’

৩…‘‌কিউবার জনগণের জন্য যদি শেষ কোনও আত্মত্যাগ করতে হয়, তাহলে ধূমপান ছেড়ে দেবো।’

৪… ‘বিপ্লব কোনো পুষ্পশয্যা নয়। এটা অতীত ও ভবিষ্যতের মধ্যে লড়াই।’

৫… ‘বিপ্লবের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হলো এই যে আমাদের যৌনকর্মীরাও কলেজের স্নাতক হতে পারে।’

৬… ‘৮০ বছর বয়সে পৌঁছাতে পেরে আমি সত্যিই আনন্দিত। শক্তিধর একটি প্রতিবেশীর পাশে অবস্থান করে এটা কখনোই আশা করিনি। কারণ, দেশটি আমাকে মেরে ফেলতে প্রতিদিনই চেষ্টা করছে।’

৭… ‘‌আমাকে খুন করে জনতার মন থেকে মুছে ফেলার চেষ্টা করতেই পারেন। তবে ইতিহাস আমাকে মুছতে পারবে না।’‌

৮…‌ ৮২ জন সঙ্গীকে নিয়ে বিপ্লব শুরু করেছিলাম। যদি প্রয়োজন পড়ে, তাহলে ১০ জনকে নিয়েও আমি ফের বিপ্লব শুরু করতে পারি। শুধু তাদের আমার ওপরে বিশ্বাস রাখতে হবে।

৯… ‘‌এখনই দাড়ি কেটে ফেলব না। কারণ আমার দাড়ি অনেক সংগ্রামের প্রতীক। আমরা যেদিন লক্ষ্যে পৌঁছে যাব, সেদিন দাড়ি কেটে ফেলব।’‌

১০…‌ ‘‌যা বুঝতে পারছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার লড়াই কোনও দিনই শেষ হবে না।’‌

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি