শনিবার , ১৩ মে ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পিজিডিসিএম প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৩, ২০১৭ ১০:৫৭ অপরাহ্ণ

দক্ষ, স্বচ্ছ ও শক্তিশালী পুঁজিবাজার বির্নিমাণর অংশ হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পুঁজিবাজারে কর্মরত বা এ বাজারে পেশাজীবী হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) প্রোগ্রাম পরিচালনা করছে। ৮ মে (সোমবার) হতে পিজিডিসিএম এর ৮ম ব্যাচের সামার-২০১৭ ট্রাইমেস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী ব্যক্তি আগামী ১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদনপত্র বিআইসিএম এর ওয়েবসাইট (www.bicm.ac.bd) এবং পিজিডিসিএম প্রোগ্রাম অফিস বিজিআইসি টাওয়ার (নিচ তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে আবেদন ফি হিসেবে বিআইসিএম এর অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার জমা দিতে হবে। এছাড়া, ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য ইন্সটিটিউটের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

৩৬ ক্রেডিট বিশিষ্ট প্রোগ্রামটি তিনটি ট্রাইমেস্টারে পরিচালিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় নির্ধারিত মেধা তালিকার ভিত্তিতে মোট ৩৬ জন প্রার্থীকে এবং কোটার মাধ্যমে ৯ জন প্রার্থীকে এই প্রোগ্রামে ভর্তি করা হবে। প্রোগ্রামটি সম্পন্ন করতে একজন প্রার্থীর সর্বমোট ৪৭,০০০ (সাতচল্লিশ হাজার) টাকা খরচ হবে, যা তিনটি কিস্তিতে পরিশোধ করা যাবে।

 

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি