নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করে মালিবাগ রেলগেটের দিকে যাওয়ার সময় ‘সুরের ভুবন’ নামের সিডির দোকানের কর্মচারী রায়হান ছিনতাইয়ের শিকার হন। ঘটনার সময় সঙ্গে আখতার হোসেন নামের তার এক সহকর্মীও ছিলেন।
আহত রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রথমে অবস্থা খারাপ থাকলেও এখন অনেকটা ভালো।
দোকান মালিক শাহাদাত হোসেন বলেন, পথচারীদের সহায়তায় রায়হানকে প্রথমে মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে রক্তক্ষরণ বেড়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঘটনার সময় রায়হানের সঙ্গে থাকা আখতার জানান, মালিবাগ যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমির বিপরীত দিক দিয়ে তারা হেঁটে যাচ্ছিলেন; জায়গাটা ছিল অন্ধকার। কোনো পুলিশও ছিল না।
হাঁটতে হাঁটতে রায়হান কিছুটা এগিয়ে যায় আর আমি ফোনে কথা বলছিলাম। হঠাৎ রায়হান দেখি গলায় হাত দিয়ে পড়ে গেছে। সে বলে ৩/৪ জন তার গলায় ছুরি চালিয়ে মানিব্যাগ নিয়ে গেছে। এরপর ওকে হাসপাতালে নিয়ে যাই।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ঘটনাটি পুলিশকে কেউ এখনো জানায়নি। তারপরও পুলিশ কারা ওই ঘটনাটি ঘটিয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে।