২০১৮-১৯ অর্থবছরে ১২তম বাজেট দিয়ে মন্ত্রিত্ব থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে বৃহস্পতিবার (১১ মে) জাতীয় পত্রিকার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, ‘এটি আমার নিজস্ব সিদ্ধান্ত। এটি নয় এর পরেরটা হবে আমার শেষ বাজট। এ বছর ১১তম বাজেট হবে। ১২তম করে বিদায়।’
গত জানুয়ারিতে ৮৩ বছর পার করেছেন অর্থমন্ত্রী। আগামী ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন মুহিত। এটা তার জীবনের ১১তম বাজেট।
অবসরে যাওয়ার পর কী করবেন- এমন প্রশ্নে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘যতদিন আছি এবং চলাফেরা করতে পারি ইউ উইল সি মি, এ রকম সভায় ওখানে (সভাপতির আসনে নয়, সম্পাদকরা সেখানে বসে আছেন তা দেখিয়ে) বসব।’
তিনি বলেন, ‘আমি আর কোন প্রতিষ্ঠানে যেতে চাই না, নো মোর সিটিং আপ এ নিউ ইন্সটিটিউশন, তাহলে তো গভর্মেন্টে কাজ করতে পারি।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘লেখালেখি একটু বাড়বে, আমি আমার স্মৃতিকথায় এসেছি মাত্র ১৯৭১ সালে। ৭১ এর পরও তো অনেক লম্বা জীবন আছে। ১৯৪৯ থেকে আমি নোট নিচ্ছি। ছাত্র জীবনে প্রতিদিন ডায়রি মেইনটেইন করতাম।’