নিজস্ব প্রতিবেদকঃ
বিরোধী লড়াইয়ের জন্য আফগানিস্তানে আরও অন্তত তিন হাজার মার্কিন সেনা উপদেষ্টা পাঠানোর সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। আফগানিস্তানে ১৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে সেনাবাহিনীর যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা ভাঙতে অতিরিক্ত সেনা পাঠানোর এই প্রস্তাব দেয়া হয়েছে। অবশ্য এখন পর্যন্ত প্রস্তাবটি অনুমোদন করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদসূত্র : বিবিসি।
আফগানিস্তানে অতিরিক্ত সেনা নিয়োগ দেয়া হলে তারা আফগান সেনা সদস্যদের সঙ্গে আরও বড় পরিসরে কাজ করতে পারবে বলে দাবি করেছেন সুপারিশকারীরা।
এরই মধ্যে পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর, গোয়েন্দা সম্প্রদায় এবং অন্য সরকারি সংস্থাগুলো প্রস্তাবটি নিয়ে ব্যাপক পর্যালোচনা করেছে। গত ফেব্রুয়ারিতে জেনারেল জন ডাবিস্নউ নিকোলসন কংগ্রেসকে যে পরামর্শ দিয়েছিলেন, তার সঙ্গে এই প্রস্তাবটির সামঞ্জস্য রয়েছে।
আফগান সেনাদের সহায়তাকারী বিদেশি সেনা সদস্যের সংখ্যা ১৩ হাজার। এর মধ্যে ৮ হাজার ৪০০ জনই মার্কিন সেনা।
এদিকে, আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সর্বশেষ অভিযানে ৭১ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের হটাতে গোলযোগপূর্ণ প্রদেশগুলোতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় কয়েকটি প্রদেশে জঙ্গি নির্মূল অভিযান চালিয়েছে। এতে ৭১ সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে।