রির্পোটঃ জাকারিয়া আলম দিপু.
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। শোক বার্তা পাঠাচ্ছেন ফিদেলের ভাই ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর কাছে। বার্তায় কেউ ফিদেলকে ‘একটি যুগের প্রতীক’, কেউ পরম ও বিশ্বস্ত বন্ধু, কেউবা নিপীড়িত মানুষের নেতা বলে অভিহিত করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, একটি যুগের প্রতীক কাস্ত্রো : পুতিন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, কিউবার গর্ব ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টুইট বার্তায় লিখেছেন, কাস্ত্রোর কিউবা–যাত্রা ছিল ‘বিজয়ীদের দিকে যাত্রা’ ।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক কাস্ত্রো ।
পাকিস্তানের রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেটার ইমরান খান টুইট বার্তায় লিখেছেন, কিংবদন্তি এক বিপ্লবী নেতাকে হারাল বিশ্ব ।
(Visited ৬ times, ১ visits today)