রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
বিপিএলে শনিবারের ২ ম্যাচের শেষটিতে জয় পেয়েছে রাজশাহী।।তারা হারিয়েছে খুলনাকে।। খুলনাকে ৯ রানে হারায় তারা।।প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ করে ১৫৪ রান।।অধিনায়ক সামি করেন ৩৪ বলে ৭১ রান।।তার রানের উপর ভর করেই ১৫৪ তে পৌছে রাহশাহী।।এছাড়া জুনায়েদ সিদ্দিকি করেন ২১ রান।।খুলনার পক্ষে ২ টি করে উইকেট নেন কুপার ও শফিউল।।জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রানে থামে খুলনার ইনিংস।।ওয়েলসের ৩৫,, মাহামুদুল্লাহর ৩৩ ও পোরানের ২৮ রানেও জিততে পারেনি খুলনা।।শেষে তারা হেরে যায় ৯ রানে।।ম্যাচ সেরা হন সামি।।
(Visited ৯ times, ১ visits today)