রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
মেয়েদের এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে ব্যাংককে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ৬৪ রানে।। নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে।। জবাবে ১৮.১ ওভারে ৫৪ রান তুলতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।।টস জিতে প্রথমে বল করে বাংলাদেশ।।কিন্তু তারা বলে ভাল কিছু করতে পারেনি।।উল্টো মাথহালির ৪৯ আর মান্ধানার ৪১ রানের উপর ভর করে ১১৮ রানের শক্ত সংগ্রহ গড়ে ভারত।।বাংলাদেশের পক্ষে খাদিজা ২ উইকেট নেন ১২ রানের বিনিময়ে।।জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ।। ৫৪ রান তুলতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।।বাংলাদেশের পক্ষে সালমা ১৭ আর সায়লা ১৮ রান করেন।।ভারতের পক্ষে পুনাম ৩ টি এবং গোসামি ও পাটিল ২ টি করে উইকেট নেন।।
(Visited ৫ times, ১ visits today)