ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে মাদক নামক বিষ বৃক্ষকে চিরতরে বিদায় করার প্রতিজ্ঞায় বরিশাল জেলা পুলিশ ।মাদক নির্মূল ও মাদকের ব্যবহার বন্ধে সচেতনতা মূলক প্রচারনা,সভা,সমাবেশ ও ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। পোস্টার লিফলেট বিতরন সমাজের সকল শ্রেনী পেশার মানুষদের নিয়ে আলোচনা সভা ইত্যাদি এখন বরিশাল জেলা পুলিশের রুটিন কাজ হয়ে গেছে। এরই ধারাবাহিকতায়
রবিবার ৭ মে বরিশাল জেলা পুলিশ”র উদ্যোগে আয়োজিত ও গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ ওসি মো:ফিরোজ কবিরের সভাপতিত্বে এক “পারসেপশন সার্ভে” নামক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান,বিশেষ অতিথি বৃন্দ উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নহার মেরী,পৌর মেয়র মো:হারিছুর রহমান,উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ,সার্কেল অতিঃ পুলিশ সুপার রেজাউল করিম,আওয়ামীলীগের উপজেলা সভাপতি জয়নাল আবেদীন,জেলা পরিষদ সদস্য হারুন হাওলাদার,পৌর আওয়ামীলীগ সভাপতি মনির মিয়া,ওসি তদন্ত মো:আফজাল হোসেন প্রমুখ।
কাগজে লেখা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ও মাদকের গডফাদার, বিক্রেতা,সেবনকারি,বহনকারি সহ মাদকের সাথে জড়িৎদের নাম ঠিকানা গোপনভাবে লিখে দেয়ার জন্য দুটি কাগজ প্রদান করা হয় উপস্থিতিদের হাতে। তা পুরন করে ফেরৎ নেয়া হয়।
পারসেপশন সার্ভে সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি বৃন্দ,মুক্তিযোদ্ধা,ছাত্র,শিক্ষক, সাংবাদিক,এনজিও সংগঠন,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।