মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে সোমবার (৮ মে) মন্ত্রিসভা বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রিপরিষদ বিভাগের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এ কথা বলেন।
জাতীয় পার্টি তাদের মন্ত্রীদের উঠিয়ে নেওয়ার কথা বলছে। মন্ত্রীদের সরিয়ে নেওয়া হলে মন্ত্রিসভায় নতুন মুখ আসছে কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাবিনেটের রিসাফল (মন্ত্রিসভার রদবদল) তো হয়ই। হয়তো একটা হবে, অনেক দিন হয়ে গেছে। সেখানে কারা থাকবেন কারা থাকবেন না এটা একান্তভাবেই প্রধানমন্ত্রীর এখতিয়ার। এটা আমরা কেউ জানি না।’
শিগগিরই কি মন্ত্রিসভায় রদবদল আসছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আই ডোন্ট নো এক্সাক্টলি (আমি নিশ্চিতভাবে জানি না)। সেটা আমি জানি না। যখন হবে, চাঁদ উঠলে সবাই দেখবে।’
বিএনপির অংশগ্রহণবিহীন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। তখন প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩১ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী রয়েছেন। এরমধ্যে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঁঙ্গা জাতীয় পার্টির নেতা।
সর্বশেষ ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হয়েছিল। ওইদিন নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান কামালকে স্বরাষ্ট্র ও ইয়াফেস ওসমানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
এরমধ্যে আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র ও স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
একই দিন তারানা হালিমকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী এবং নূরুজ্জামান আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়।
পরে গত বছরের ১৯ জুন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (মন্ত্রণালয়ের দায়িত্বে) করা হয়।
নোটঃ ( ওয়েব সাইড এর আপডেটের কাজ চলায় অাজকের নিউজটি ৮ তারিখের বদলে ৩ তারিখ দেওয়া হলো।সাইড আপডেটের কাজ শেষ হলেই আবার পুনরায় ৮ তারিখ দেওয়া হবে।সাময়িক অসুবিধার জন্য অান্তরিক দুংখ প্রকাশ করছি। )