খুলনার এক অনন্যদিন। খুলনা সার্কিট হাউজে অতিথি হয়ে থাকেন দেশের সর্বোচ্চ ব্যক্তিবর্গ থেকে বহু স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের আমন্ত্রণে সার্কিট হাউজ চত্বরে আজ অতিথি খুলনা শহরের 529 জন ভিক্ষুক। খুলনাকে ভিক্ষুক মুক্তকরণ ও কর্মসংস্থান করার কর্মসূচি গ্রহণ করেছি প্রায় 3মাস । মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা কেউ না খেয়ে থাকবে না এবং ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণই এই কর্মসূচির লক্ষ্য। জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের সহকর্মীরা প্রায় দুই মাস ধরে বাড়ি বাড়ি, মসজিদে শুক্রবারে নামাজের দিন, রেল স্টেশনসহ রাস্তাঘাটে জরীপ করে তাদেরকে কি করা হলে তাদের কাজ হবে, আয় বাড়াবে তা সার্ভে করেছেন। সেই প্রেক্ষাপটে 15 ধরনের ক্ষুদ্র ব্যবসা ও রেশনিং ক্যাটাগরী করে আজ তাদেরকে পণ্য সামগ্রী সহায়তা, খাদ্য সহায়তা ও কিছু নগদ অর্থ প্রদান করা হলো। আমার আহবানে দু হাত তুলে প্রতিশ্রুতি দিলেন এই মানুষগুলো আর ভিক্ষা করবেন না, কাজ করবেন, ভিক্ষা বৃত্তি সম্মানজনক নয়। এভাবেই খুলনা বিভাগের ভিক্ষুকদেরকে মুল ধারায় ফিরিয়ে আনার কাজ চলছে।
সূএঃDivisional Commisioner Khulna