বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বরিশাল বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে এক সভা অদ্য ৬/০৫/২০১৭ তারিখ সকাল ১১ ঘটিকায় নাজির মহল্লাস্থ জেলা কার্যালয় ক্ষেতমজুর নেতা অধ্যাপক এছাহাক শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় নেতা আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রিয় কমিটির সদস্য সাহাবুদ্দিন মাস্টার, অনুপ গুহ ঠাকুরতা, মোঃ মোনায়েম, আঃ হালিম, মোঃ হেলাল উদ্দিন, শাহাবুদ্দিন আকন, মোয়াজ্জেম হোসেন মানিক, এ এস এম মানিক ও সি পি বি বরিশাল জেলা সভাপতি এ্যাড. এ কে আজাদ প্রমুখ নেতৃবৃন্দ। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা বরগুনার ক্ষেতমজুর নেতৃবৃন্দ এই প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন দেশের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণেই বরিশাল ইমারত নির্মাণ শ্রমিককে অমানবিকভাবে হত্যা করা হয়। সভায় অবিলম্বে খুনী কবিরকে গ্রেফতার ও বিচার দাবী করা হয়। সভায় আগামী বাজেটে গ্রামীণ বরাদ্দ বৃদ্ধি, ১০০ দিনে সৃজন কর্মসূচী চালু লুটপাট দুর্নীতি বন্ধ, রেশনিং ব্যবস্থা চালুর আহবান জানানো হয়। সভায় আগামী ২৭ মে উপরোক্ত দাবীতে রাজপথ রেলপথ অবরোধ, সভা সমাবেশ জেলা প্রশাসক ও থানা/উপজো নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সর্বস্তরের দেশপ্রেমিক গণতান্ত্রিক মেহনতি জনগণকে সার্বিক সহযোগিতা প্রদানের আহবান জানানো হয়। সভায় অধ্যাপক ইছাহাক শরীফকে সমন্বয়ক করে ১৩ সদস্য বিশিষ্ট বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। এছাড়া জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে সভা সমাবেশ সহ ক্ষেতমজুর সমিতির সাংগঠনিক কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত গৃহণ করা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর সাংস্কৃতিক মান বৃদ্ধি এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধে গ্রাম বাংলার আবহমান সঙ্গীত জারি শারি,মরমী পল্লী গীতি, যাত্রা নাটক বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার আহবান জানানো হয়।