বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং খুলনা ৯১২ এর সদস্য রং মিস্ত্রী মোঃ আজাদ সিকদারকে গত ৩০ এপ্রিল ২০১৭ বরিশাল সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ এর শ্যালক মোঃ কবির হাওলাদার ও তার সহযোগীরা নির্মম নির্যাতন করে ধান গবেষণা রোডের একটি কক্ষে প্রায় ২ ঘন্টা আটকে রাখে। পরবর্তীতে আজাদের সহকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে মৃতপ্রায় অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। গত ৪ মে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আজাদ সিকদার মৃত্যুবরণ করে। এ ঘটনায় একটি মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ (মার্কসবাদী) বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে এক যুক্ত বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে অবিলম্বে ইমারত নির্মাণ শ্রমিক আজাদকে হত্যাকারী মোঃ কবির সহ আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী জানানো হয়। বিবৃতিদাতারা হচ্ছেন এ্যাড. এ কে আজাদ, ডা: মনীষা চক্রবর্ত্তী, অধ্যাপক মোঃ জলিলুর রহমান, দেওয়ান আব্দুর রশিদ নিলু ও সাইদুর রহমান।