বল হাতে দুর্দান্ত বলিং করে পাঁচ উইকেট নিলেও আব্দুর রাজ্জাকের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব হেরেছে ২০ রানের ব্যবধানে। শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে খেলাঘর সমাজকল্যান সমিতির বিপক্ষে ব্যাট করতে গিয়ে ইনজুরিতেও পড়তে হলো ঢাকা প্রিমিয়ার লিগে সাত ম্যাচে সর্বোচ্চ ২১ উইকেট নেওয়া রাজ্জাক।
খেলাঘরের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য জয় করতে নেমে ২৪৬ রানেই গুটিয়ে গেছে শেখ জামাল। কিন্তু ব্যাট হাতে ১০ রানের মাথায় রান আউট থেকে বাঁচতে গিয়ে ইনজুরিতে পড়েন রাজ্জাক।
রান আউট থেকে বাঁচতে গিয়ে ডাইভ দেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে বাজে ভাবে পড়ে যান। অবস্থার উন্নতি না হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে আনতে হয়েছে তাকে। পরে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই অধিনায়কে।
রাজ্জাকের অবস্থা এখনও শঙ্কামুক্ত কিনা তা জানা যায়নি।
(Visited ৫ times, ১ visits today)