রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই।। শুক্রবার রাতে হাভানায় তিনি শেষ নিস্বাস ত্যাগ করেন।। ১০টা ২৯ মিনিটে চলে যান তিনি।। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।। শনিবার তাঁকে সমাহিত করা হবে বলে জানা গেছে।।প্রায় ৪ যুগ কিউবার প্রেসিডেন্ট ছিলেন তিনি ।। ১৯২৬ সালের ১৩ আগস্ট কিউবার পূর্বাঞ্চলে জন্মগ্রহন করেন তিনি।। ১৯৫৯ সালে কিউবার প্রেসিডেন্ট হন তিনি।।২০০৮ সাল পর্যন্ত কিউবার প্রেসিডেন্ট ছিলেন তিনি।।
(Visited ৮ times, ১ visits today)