আগামী ২৯ নভেম্বর ২০১৬ তারিখ সকাল ৯ টায় বেড়াডোমা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে লৌহজং নদী উদ্ধার কার্যক্রশ শুরু হবে।
এ কাজে সম্ভাব্য প্রায় ৬০ টি সরকারী প্রতিষ্ঠান; প্রায় ৫০ টি বেসরকারী সংস্থা, এনজিও, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী সংগঠন; প্রায় ২০০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী; প্রায় ৩০০ জন ইউডিসি, পিডিসি, গ্রাম-পুলিশ, ইউপি সচিব; প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী, স্কাউট, রোবার স্কাউট; ১২ জন উপজেলা নির্বাহী অফিসারের নের্তৃত্বে প্রায় ৩০০ জন কর্মী; ১১ টি পৌরসভা হতে ১০০ জন কর্মী, প্রায় ১০০ জন মালিক শ্রমিক সমিতির কর্মী, সিটিজেন জার্নালিস্ট গ্রুপ, সুধীজন, নাগরিকবৃন্দসহ, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, প্রায় ২০০ জন রাজনৈতিক ব্যক্তি; প্রশাসক, জেলা পরিষদ, মাননীয় সংসদ সদস্যসহ সর্বমোট প্রায় ৪০০০ (চার হাজার) জন লোক অংশগ্রহণ করবে। উল্লেখ্য টাঙ্গাইল জেলা প্রশাসনের এ উদ্ধার কাজে একাত্মতা ঘোষণা করে বরিশাল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জেলা প্রশাসক, বরিশাল নিশ্চত করেছেন। এ উদ্ধার কার্যক্রম সরাসরি ফেসবুকের মাধ্যমে লাইভ প্রচার করা হবে।
এ কার্যক্রম ২৯ নভেম্বর ২০১৬ তারিখ শুরু হয়ে অব্যাহতভাবে চলতে থাকবে। এ কার্যকমে সকলকে অংশগ্রহণ করার জন্য বিণীতভাবে অনুরোধ করা হলো
মোঃ মাহবুব হোসেন
জেলা প্রশাসক, টাঙ্গাইল।