বরিশাল অফিস : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছরে পাসের হার ২ দশমিক ১৭ ভাগ কমে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২৪। এবারের ফলাফলে মেয়েরা এগিয়ে আছে।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১টায় সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ডের প্রকাশিত পরিসংখ্যানে এবারে ৯৩ হাজার ৬৭৬ পরীক্ষার্থী অংশ নিয়েছে ৪৬ হাজার ৩১৫ ছাত্রী এবং ৪৭ হাজার ৩৬১ ছাত্র। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন। এরমধ্যে ১২শ’ ৫৫ জন পেয়েছে ছাত্রীরা আর ১ হাজার ৩৩ জন পেয়েছে ছাত্ররা। গেল বছররের চেয়ে এবারে ১১ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী বেশি হলেও জিপিএ ৫ কমেছে ৮শ’ ২৫ টি।
জেলা ভিত্তিক ফলাফলে প্রথম অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা। যার পাসের হার ৮২ দশমিক ৭৮, এরপর যথাক্রমে বরিশাল পাসের হার ৮০ দশমিক ১৪, পিরোজপুরে ৭৮ দশমিক ৫৯, পটুয়াখালীতে ৭৫ দশমিক ৯৪, বরগুনায় ৭২ দশমিক ২১ আর সবশেষে ভোলা ৭০ দশমিক ৫৮ ভাগ পরীক্ষার্থী পাস করে।
ফলাফল বিপর্যয়ের বিষয়ে প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম বলেন, আগে খাতা দেখার কোন সাদৃশ্য ছিল না। এক এক পরীক্ষক তাদের মতো করে খাতা দেখে নাম্বার দিতেন। এবারে তা একটি নিয়মের মধ্যে নিয়ে আসায় নাম্বার বাড়তি বা কমতি হয়নি। এই একটি কারণের সাথে আরো যোগ হয়েছে ক্যারিয়ার শিক্ষা আর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান নামের দুটি বাড়তি বিষয়। এই বাড়তি বিষয়ের কারণে পরীক্ষার্থীদের অকৃতকার্যের সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করেন।