বুধবার , ৩ মে ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এই রোদ, এই বৃষ্টি! কেমন হবে পোশাকের ধরন?

প্রতিবেদক
alltimeBDnews24
মে ৩, ২০১৭ ১২:৪৭ পূর্বাহ্ণ

এখনকার আবহাওয়া বোঝা মুঝকিল। এই রোদ তো এই বৃষ্টি। এখন সময়টাই এমন। ধুধু রোদের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে।

বাইরে থাকলে এই রোদ-বৃষ্টির খেলা উপভোগ করতে পারবেন ঠিকই, কিন্তু বাইরে গেলেই বিপদ। কলেজ, অফিস বা অন্যান্য কাজে যাওয়ার পথে যদি বৃষ্টি শুরু হয়, সব সাজগোজ মাটি।

পানি, কাদায় বিচ্ছিরি হয়ে যায় পোশাকের হাল। রইল তারই কিছু টিপস-

বৃষ্টি পড়তে না পড়তেই রাস্তায় পানি জমে একাকার অবস্থা। পোশাকে কাদা লেগে যায়। এইসব দিনে বেছে নিন হালকা সুতি, ক্রেপ সিল্ক, পলিয়েস্টার বা লিনেনের পোশাক। বেশি পাতলা পোশাক এড়িয়ে চলাই ভালো, নয়তো ভিজে গেলে খুবই খারাপ দেখাবে।

বৃষ্টির দিনে লং স্কার্ট না পরাই ভালো। এ অবস্থায় এড়িয়ে চলুন লং স্কার্ট।

বর্ষার দিনে আপনি চাইলে পরতে পারেন থ্রি-কোয়াটার বা কেপ্রি। ফুল লেন্থের ট্রাউজার না পরাই ভালো।

লং ও হালকা রঙের কুর্তির বদলে বেছে নিন শর্ট ও গাঢ় রঙের কুর্তি। সঙ্গে গাঢ় রঙের লেগিন্স। সুন্দর দেখাবে আর পোশাকে দাগ লাগার ভয় থাকবে না।

বৃষ্টির দিনে শাড়ি পরার বেশ ঝক্কি থাকে। কিন্তু যদি পরতেই হয়, পরে ফেলুন হালকা সুতির প্রিন্টেড শাড়ি। দামী ও ঝমকালো কারুকার্য করা শাড়ি এড়িয়ে চলাই ভালো।

বৃষ্টির দিনে পোশাক-আশাক নিয়ে সমস্যা তো থাকেই, সেইসঙ্গে জুতো কী পরবেন, এই নিয়ে চিন্তার শেষ থাকে না। চামড়ার জুতো, কনভার্স, স্নিকার্স, এইসব জুতো না পরে, পরতে পারেন স্লিপার্স বা স্যান্ডেলজাতীয় জুতো। সবচেয়ে ভালো হালকা প্লাস্টিকের জুতো।

 

নোটঃ ( ওয়েব সাইড এর আপডেটের কাজ চলায় অাজকের নিউজটি ৪ তারিখের বদলে  ৩ তারিখ দেওয়া হলো।সাইড আপডেটের কাজ শেষ হলেই আবার পুনরায় ৮ তারিখ দেওয়া হবে।সাময়িক অসুবিধার জন্য অান্তরিক দুংখ প্রকাশ করছি।   )

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি