পিরোজপুর প্রতিনিধি :
জেলার কাউখালীতে সদ্য প্রকাশ হওয়া দাখিল পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম পলি আক্তার (১৬)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের দিন মজুর মাহাবুব খানের মেয়ে পলি আক্তার পার সাতুরিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার(৪ মে) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ পেলে সেখানে পলি গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ খবর পাওয়ার পর বিকেলে নিজঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরে বাড়ির লোকজন পলিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেছেন, ‘এটি একটি আত্মহত্যার ঘটনা। পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণেই সে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে।’