আজ ০৪/০৫/২০১৭ তারিখ বিকাল ৫ টায় ভাটিখানা বহুমুখী ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৭ এর তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. এ কে আজাদ এই তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনার তৌহিদুল ইসলাম বাদশা ও হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী আগামী
০৫/০৫/২০১৭ ইং তারিখ শুক্রবার খসড়া ভোটার তালিকা সমিতি কার্যালয়ের সম্মুখে টানানো হইবে
০৮/০৫/২০১৭ ইং তারিখ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা সমিতি কার্যালয়ের সম্মুখে টানানো হইবে
০৯/০৫/২০১৭ ইং তারিখ মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটার তালিকা ও মনোনয়ন পত্র সমিতি কার্যালয় থেকে বিক্রয় করা হইবে। মনোনয়ন পত্র ২০০ টাকা এবং ভোটার তালিকা ১০০ টাকা। ভোটার তালিকা ক্রয় বাধ্যতামূলক।
১০/০৫/২০১৭ ইং তারিখ বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র ও জামানতের টাকা গ্রহণ করা হবে। সম্পূর্ণ অফেরৎযোগ্য শর্তে জামানতের টাকা জমা নেওয়া হইবে। প্রার্থী নিজে অথবা তার পক্ষের প্রস্তাবক বা সমর্থক যে কোন একজনে এসে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। তবে মনোনয়ন পত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে।
১১/০৫/২০১৭ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রার্থী বা তার সমর্থক বা প্রস্তাবক যে কোন একজনের উপস্থিতিতে মনোনয়ন পত্র বাছাই করা হইবে এবং বাছাইতে উত্তীর্ণ প্রার্থীদের নাম প্রকাশ করা হইবে।
১২/০৫/২০১৭ তারিখ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত লিখিত আবেদন পূর্বক প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাইবে
১৩/০৫/২০১৭ তারিখ শনিবার প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণকে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে প্রতীক চেয়ে বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে। ঐ দিনই সন্ধ্যা ৬টায় প্রতীক বরাদ্দ দেয়া হবে।
২৩/০৫/২০১৭ ইং তারিখ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ করা হইবে। স্থান ঃ ভাটিখানা বাজারস্থ সাবেক কাউন্সিলর তহিদুল ইসলাম বাদশা সাহেবের কার্যালয়, বরিশাল।