রির্পোটঃ এম.আর প্রিন্স
নাগরিক সাংবাদিক,বিপিপি, বরিশাল।
***সম্ভাবনার সাফল্য~অনুপ্রেরণার দৃষ্টান্ত………সবুজে ঘেরা জেল খাল~~~***
এ দৃশ্য জেলখালের ১নং নথুল্লাবাদ পুল অংশ…..দু’পাশে বড় পাঁকা রাস্তার সংযোগস্থল এই রাস্তাটি কাঁচা…মেঠো পথের মতো~~পাশ দিয়েই বয়ে গেছে আলোড়ন সৃষ্টিকারী জনগনের জেলখাল । অপদখল-আবর্জনায় যে খালটি দেখা যেত না, ছিল মৃত্যু প্রায়~~সেই খালটি আমাদের সবার প্রিয় সু-যোগ্য জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান সকল স্তরের জনগনকে সাথে নিয়ে আনন্দ-উদ্দীপনায় করলো দৃশ্যমান । আনমনা হেঁটে যাচ্ছি…হঠাৎ করে কয়েকটি লোকের কথোকপন কানে ভেঁসে এলো~~~এ রকম সবুজে ঘেরা যদি হতো পুরো জেলখাল, তবে কেমন হতো বরিশাল ?~~~অনেকেই ছবি তুলছে~আবার কেউ কেউ অপরুপ সবুজ বৃক্ষ ঘেসে সেলফি তুলছে……। আমিও লোভ সামলাতে না পেরে সবার সাথে শেয়ার করতে কয়েকটি ছবি তুললাম ।..আর আনন্দ চিত্তে ভবিষৎ জেলখালের স্বপ্নঘেরা দৃশ্যপট ভাবতে থাকলাম~~~দু’পাশ সবুজে ঘেরা~বয়ে চলা স্বচ্ছ পানির ধারা~স্পিট বোটে ছুঁটে-ছুঁটে হবো দিশেহারা~~~
বিভিন্ন এলাকা থেকে নথুল্লাবাদ হয়ে শহরের প্রবেশ দ্বার নতুন বাজারের সরুরাস্তার তীব্র যানযট ভয়াবহ । সকালে অফিসগামী এবং সন্ধ্যায় ঢাকাগামী লঞ্চ যাত্রীরা যানযটে থাকে উৎকন্ঠায়………..সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারবেতো ???
জেলখালের কর্মযজ্ঞ বাস্তবায়িত হয়ে এখান দিয়ে স্পিটবোটে কিছু যাত্রী গন্তব্যে যেতে পারলে হয়ত হতে পারে এর সমাধান । আমরা স্বপ্নধরার আশায়ই রইলাম~~~~~~