বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় বাস চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চরকাউয়া থেকে ৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা।
বুধবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্ঘটনাটি ঘটে। পরে আহত বাশানুর হাওলাদারকে (১৯) বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাশানুর চাঁদপুরা ইউনিয়নের হেলাল হাওলাদারের ছেলে।
নগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন জানান, বাশানুর ঘটনার সময় রাগ করে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ভ্যানে করে যাওয়ার সময় পথিমধ্যে দিনার এলাকায় আকন বাড়ির সামনে বাশানুরের বাবা-মা তাকে ভ্যান থেকে নামাতে যায়। এ সময় সে লাফ দিলে নেহালগঞ্জ থেকে চরকাউয়াগামি হাক্কানি-৩ নামক বাসের চাপায় আহত হয়। এরপর শেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাশানুরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হায়দার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।