এ যেন এক অন্যরকম আবাহনী। ঘরের মাঠে এএফসি কাপের ফিরতি লেগে জেএসডব্লিউ বেঙ্গালুরু এফসির বিপক্ষে দারুণ সান্ত্বনার(২-০) জয়। তাও আবার দশ জন নিয়ে শেষমুহূর্তের দুই গোলে। জয়ের নায়ক চোখ ধাঁধাঁনো দুই গোল করা সাদ ও রুবেল মিয়া। এ ম্যাচ জিতলেও অবশ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছেনা আসরে চার ম্যাচের একটি জয় পাওয়া আবাহনীর সামনে।
বুধবার(৩ মে) সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিক ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে অতিথি হয়ে মাঠে নামে বেঙ্গালুরু।
প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে ম্যাচটি। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে আবাহনীর নাসির উদ্দিন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর আক্রমণ বাড়ায় বেঙ্গালুরু। তবে, তা কাজে আসেনি। উল্টো আক্রমণ করে ম্যাচের ৮৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় আবাহনী। দুর্দান্ত এক শটে গোল করেন দলটির বদলি ফুটবলার সাদ উদ্দিন। আর অতিরিক্ত সময়ে অর্থাৎ ম্যাচের ৯৩ মিনিটে মাঝমাঠ থেকে করা রুবেল মিয়ার মাপা শটে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় আবাহনীর।
এ জয়ের ফলে ৪ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ঢাকা আবাহনী। অন্যদিকে ৪ ম্যাচের ৩টিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জেএসডব্লিউ বেঙ্গালুরু এফসি। সমান পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে একই কাতারে অবস্থান করছে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন।
উল্লেখ্য, আগামী ১৭ মে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে পঞ্চম ম্যাচে মাঠে নামবে আবাহনী। আর ৩১ মে শেষ ম্যাচে ঘরের মাঠে আবাহনীর প্রতিপক্ষ মোহনবাগান।