শালা…………..আর.এম।
……………………………….
নিয়ম মেনে বউয়ের ভাইয়ের
নামটি হলো শালা,
আবার শালা বলে ডাকলে লোকের
মুখটি যে হয় কালা।
গ্রাম কিংবা শহর বলো
সবাই ডাকে শালা,
এই শালা নিয়ে দেশের মধ্যে
চলছে ভীষণ জ্বালা।
কেউবা আবার রাগের মাথায়
ডাকে শালা বলে,
তাই কখন শালা নিয়ে
মারামারি চলে।
সুস্বম্পর্কের নামটি যদি
গালি হয়ে যায়,
তবে বউয়ের ভাইকে শালা ডাকতে
লাগবে সবার ভয়।
(Visited ৬ times, ১ visits today)