………………………………………
মন ভালো নেই মন ভালো নেই
সকালটা ভীষণ ফাকা,
দরজা খুলেই দেখতে পেলাম
আকাশ মেঘে মাখা।
মন ভালো নেই মন ভালো নেই
দুপুরটা বুক ফাটা,
রোদের বুড়ি ঝিমিয়ে গেছে
সুখ দিচ্ছে টাটা।
মন ভালো নেই মন ভালো নেই
বিকেল যেন পাগলা,
আকাশ কাঁদে ঝিরঝিরিয়ে
বুকটা যে তার মেঘলা।
মন ভালো নেই মন ভালো নেই
কস্টে মাখা সন্ধ্যা,
সুখ পাখিটা পালিয়ে গেছে
চলছে দুঃখের বন্দা।
মন ভালো নেই মন ভালো নেই
রাত্রি ভীষণ কালো,
কোথাও আমি খুঁজে পাইনা
এক বিন্দু আলো।
……………………………….
………………………………..
(Visited ৬ times, ১ visits today)