বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান (বিপিএম-পিপিএম) পুনরায় ঝিনাইদহ ক্যাডেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মঙ্গলবার রাতে তাকে ব্যাপক সংবর্ধনা প্রদান করা হয়। বরিশাল পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে ওই সংবর্ধনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে ডিআইজিকে ফুলে ফুলে সিক্ত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস.এম রুহুল আমিন সহ মেট্রো পুলিশের উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ, জেলা পুলিশ সুপার এস.এম আক্তারুজ্জামান, পটুয়াখালীর এসপি সৈয়দ মুশফিকুর রহমান, বরগুনার এসপি বিজয় বসাক, পিরোজপুরের এসপি ওয়ালিদ হোসেন, ঝালকাঠির এসপি জোবায়েদুর রহমান ও ভোলার এসপি মোক্তার হোসেন, বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোল্লা আজাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এস.এম ইমামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন,বরিশাল1নিউজের সম্পাদক রাইসুল ইসলাম অভি দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার নির্বাহী সম্পাদক এস. আলাল মিয়া সহ সাংবাদিক ও অন্যান্য অতিথিবৃন্দ।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং নৈশভোজের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়।