কয়েক দিন ধরে মিডিয়ার আলোচনায় শীর্ষে রয়েছেন শাকিব-অপু জুটি। সিনেমায় অভিনয় নয়, ব্যাক্তিজীবন নিয়ে আলোচিত এ জুটি এবার সিনেমা নিয়ে ফিরছেন প্রেক্ষাগৃহে। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদেই সিনেমার পর্দায় দেখা যাবে শাকিব-অপু অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি’।
জাতীয় চলচ্চিত্র দিবসে(৩ এপ্রিল) এফডিসিতে ‘রাজনীতি’ ছবির পোস্টার প্রকাশ করা হয়। এতে ভিন্ন লুকে দেখা যায় শাকিবকে। দ্বিতীয় পোস্টারে একসঙ্গে দেখা যায় শাকিব-অপুকে।
নির্মাতা বুলবুল বিশ্বাস জানালেন, এরই মধ্যে চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র মিলেছে ছবিটির। ঈদে মুক্তির ব্যাপারে তোড়জোড়ও শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে ঈদেই বড় পর্দায় দেখা যাবে শাকিব-অপুকে।
‘
রাজনীতি’ ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। শাকিব-অপু ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল ও কমল প্রমুখ।