রির্পোটঃ শেখ সুমন.
জেলা শিশু একাডেমির উদ্দ্যোগে বরিশাল জেলা প্রশাষনের সহায়তায় উদ্ভোধন করা হল তিন দিন ব্যাপি শিশু আনন্দ মেলা ২০১৭.উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেবুন্নেছা আফরোজ এম.পি.,সভাপতিত্ত্ব করেন ড. গাজী মো: সাইফুজ্জামান ,জেলা প্রশাসক বরিশাল.বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মো: জিয়াউল হক,চেয়্যারম্যান বরিশাল শিক্ষা বোর্ড,সাংস্কৃতিক ব্যাক্তিত্য কাজল ঘোষ, সৈয়দ দুলাল,জেলা শিশু বিসয়ক কর্মকর্তা পংকজ রয় চৌধুরী সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ.মেলায় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু সুফিয়ান শেখ,সাধারন সম্পাদক NCF .অনুষ্ঠানে শিশুদের হাতের তৈরী পন্য দিয়ে স্টল দেয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এডিপি,জেলা শিশু একাডেমি বরিশাল,আব্দুর রব সেরনিয়াবাদ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান.মেলা চলবে ০২রা মে পর্যন্ত.মেলায় আরো রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি এবং গান.