ইন্দোনেশিয়ার দেড়শ বছর বয়স বলে দাবি করা ব্যক্তি মারা গেছেন। বলা হয় যে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন। কাগজপত্র অনুযায়ী, মধ্য জাভার অধিবাসী সোদিমেজো নামের এই ব্যক্তির ১৪৬ বছর। তার জন্ম হয়েছিল ১৮৭০ সালে। খবর বিবিসির।
ইন্দোনেশিয়ায় জন্মসনদ তৈরির কাজটি শুরু হয়েছিল ১৯০০ সালে।
কিন্তু এরপরও কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, মি. সোদিমেজোর সাথে কথা বলে এবং জন্ম তারিখের সপক্ষে তিনি যেসব কাগজপত্র এবং প্রমাণ জমা দিয়েছেন তা যাচাই করে তারা নিশ্চিত হয়েছেন।
স্বাস্থ্যগত কারণে গত ১২ই এপ্রিল তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি সেখানে থাকতে চাননি। বাড়িতে ফিরিয়ে আনার কয়েকদিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বছর বিবিসির একটি সাক্ষাৎকারে মি. সোদিমেজোকে প্রশ্ন করা হয়েছিল, তার এই দীর্ঘ জীবনের গোপন চাবিকাঠি কী?
জবাবে তিনি জানিয়েছিলেন, একটি হচ্ছে ধৈর্য। আর অন্যটি হচ্ছে ভালবাসা- যারা আমার আশেপাশে রয়েছে, আমাকে দেখাশোনা করছে তাদের ভালবাসা।
মি. সোদিমেজো ছিলেন একজন চেইন স্মোকার। তার চার স্ত্রী, ১০ ভাই-বোন এবং সব সন্তান এর আগেই মারা গেছে। আত্মীয়রা জানাচ্ছেন, তার কবরের ফলকটি দীর্ঘদিন ধরে বাড়ির দরজার পাশে পড়ে ছিল। সোমবার তার কবর হয়ে যাওয়ার পর ফলকটি সেখানে লাগিয়ে দেওয়া হয়।